ঠাকুরগাঁও সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত হয় রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশি নাগরিক। গত রোববার রাত সাড়ে ৯ টায় ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ৫নং হরিপুর ইউনিয়নে মিনাপুর বিওপির সীমান্তে ৩৫৩/৮ এস পিলার এলাকায় চরনাদিঘী নামক স্থানে ৮৭ ব্যাটালিয়ানের পারিয়াল ক্যাম্পের বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এসময় বিজিবির পক্ষে মিনাপুর বিওপির নায়েব সুবেদার আবু বক্কর সিদ্দিকসহ ১০জন ও হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ নিহতের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে ছিলেন পারিয়াল কোম্পানির কমান্ডার এসি রাম সিং সহ ১০ জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনউল্লেখ, গত ১২ জুলাই ৮-১০ জন বাংলাদেশি নাগরিক কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করে এবং ৩ রাউন্ড গুলি ফায়ার করে এত সে মারা যায়। নিহতের একদিন পার আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ফেরত দিল বিএসএফ।
মন্তব্য করুন