ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাজারে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছেই। গত এক সপ্তাহ ধরে হু হু করে সবজির দাম বেড়েই চলেছে। টানা বৃষ্টির মধ্যে সরবরাহ ভালো থাকলেও সপ্তাহ ব্যবধানে সবজির বাজার চড়া রয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের।

প্রতি কেজি বিক্রি হচ্ছে ২শ’ থেকে ২২০ টাকা। দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি করেছেন না। যারা বিক্রি করছেন তারা অন্য সময়ের চেয়ে কম পরিমাণে পৌর কাঁচা বাজার আড়ৎ থেকে কিনে আনছেন।

বাজার করতে আসা হামিদুল ইসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় বাজারে সব ধরনের সবজির দাম বেড়েই চলেছে। এতে সাধারণ ক্রেতাদের পরতে হচ্ছে বিপাকে। সিরাজগঞ্জ শহরের বড় বাজারে বিক্রেতা আসলাম বলেন, পাইকারি বাজারই  কাঁচা মরিচে দাম বেশি। হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এজন্য বাজারে সরকারের মনিটরিং জোরদার করা প্রয়োজন বলেও মনে করেন ক্রেতারা।

আরও পড়ুন

সবজি বাজারে গিয়ে দেখা গেছে, বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০/১শ’ টাকা, করালা ৮০ টাকা, পটল ৪০/৫০ টাকা, ধন্দল ও চিচিঙ্গা ৩০/৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, পেঁপে ৩০/৪০ টাকা, লাউ ৪০/৫০ টাকা, শসা ৪০/৪৫ টাকা, কাঁচা কলা হালি ৩০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪৫/৫০ টাকা, আলুর দাম কেজিতে ২০ টাকা থেকে বেড়ে ২৫ টাকা হয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০/৫৫ টাকা।

বন্যাজনিত কারণে বিভিন্ন এলাকায় পানি ওঠায় অনেক সবজি ক্ষেতে পানি উঠায় এবং পরিবহন অসুবিধার কারণে সবজির দাম প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে বলে ক্রেতা এবং বিক্রেতারা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত