ডিবি পরিচয়ে আ’লীগ নেতাকে অপহরণ আটক ৪

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১৩ জুলাই) ভোরে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধার করে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় প্রতারকরা। পরে স্বজনদের কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারে কাজ শুরু করে। একপর্যায়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুনশামীম হোসেন মোল্লা বলেন, পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি। এ ঘটনায় আইনের আশ্রয় নেব।
ওসি মাসুম খান বলেন, আটক চারজনকে ফরিদপুর থেকে শৈলকূপা থানায় আনার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন