ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে শহিদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করলেন শামীম সাঈদী

বগুড়ার শাজাহানপুরে শহিদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করলেন শামীম সাঈদী। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া অবৈধ রায় বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চ বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিন জন।

গতকাল শুক্রবার সকাল ১১টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ও ডোমনপুকুর গ্রামে গিয়ে সেসব শহিদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও কবর জিয়ারত করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক কাওছার আলী, অধ্যাপক গাজীউর রহমান, খন্দকার আতিকুর রহমান, জামায়ত নেতা আব্দুল মতিন, আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুহুল আমীন, কাজী সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর বিরুদ্ধে দেওয়া অবৈধ রায় বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে সারা দেশের ন্যায় বগুডার শাজাহানপুরেও পাড়া-মহল্লা থেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে মাঝিড়া বন্দরে বগুড়া-ঢাকা মহাসড়কে অবস্থান নেয় এবং আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে।

উক্ত মিছিলে সাজাপুর মন্ডল পাড়া গ্রামের মো. মেহেরাব আলীর স্ত্রী মোছা. আজেনা বেগম, ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামের মো. হযরত আলী তোতা’র স্ত্রী মোছা. মনজিলা বেগম ও একই এলাকার মৃত মনছের আলী জায়দারের স্ত্রী মোছা. আকলিমা বেগম পুলিশের গুলিতে নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

কুমড়ার বীজ কেন এত উপকারী?

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা