ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : দোকান ঘরে রাতে চলছে অনলাইন জুয়া খেলার আসর। সেই দোকানে অনলাইন জুয়ার আসরে হানা দিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দোকান মালিক ও অনলাইন জুয়াড়ি দুইজনকে পৃথক পৃথক বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির বাংলা বাজার নামক স্থানে।

ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক আতিকুল ইসলামকে (২৪) দুই মাস ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে, মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওয়াইফাই সংযোগ ভাড়া ও মোবাইলে টাকা লোড দিয়ে একটি ফ্ল্যাক্সিলোডের দোকান ঘরে নিয়মিত উঠতি বয়সের যুবকদের নিয়ে রাতে অনলাইন জুয়া খেলার আসর বসে বলে অভিযোগ পায় ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পুলিশসহ সেই দোকানে বসা অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় দোকান মালিক আতিকুল ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে দোকান মালিককে ২ মাস ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে আমার দেশকে বলেন, ওই দোকানে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসতো। খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কারাদন্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান