ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ইউরোপের দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বর্ণলতা

অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। তারকাখ্যাতি পাওয়ার কথা যদি বিবেচনা করা হয় তাহলে দীপ্ত টিভিতে গেলো বছর প্রচার শেষ হওয়া কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকের কথাই বিশেষভাবে বলতে হয়। কারণ এই ধারাবাহিকে নিগার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন স্বর্ণলতা।

শুধু দেশের দর্শকেরই নয়। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশীদেরও মন জয় করে নিয়েছিলেন স্বর্ণলতা দেবনাথ। বিগত বেশ কয়েক বছর ধরেই স্বর্ণলতা সময় সুযোগ পেলে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সেই সুবাধে তিনি বিশেষত নিগার চরিত্রের জন্য দেশের বাইরেও দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছিলেন। তবে স্বর্ণলতার স্বপ্ন ছিলো ইউরোপ সফরে যাবার। আর সেই স্বপ্ন যেন এবার সত্যি সত্যিই পূরণ হলো। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে গত জুন মাসে ইউরোপ সফরে বেরিয়েছেন স্বর্ণলতা।

ইউরোপের পাঁচটি দেশের মধ্যে এরইমধ্যে চারটি দেশে স্বর্ণলতা প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত অনুষ্ঠানে নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছেন। এরইমধ্যে তিনি গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে, ৫ জুলাই সুইজারল্যাণ্ডে এবং ৬ জুলাই ইতালীতে বৈশাখী উৎসবে অংশগ্রহন করেছেন।

সর্বশেষ ১৩ জুলাই স্বর্ণলতা স্পেন-এ প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিতব্য উৎসবে উপস্থিত থাকবেন। ইউরোপ সফরে স্বর্ণলতার উপর আয়োজকরা ভীষণ খুশী। কারণ স্বর্ণলতা মূলত পেশায় একজন অভিনেত্রী। কিন্তু তার উপর এই সফরে দায়িত্ব ছিলো প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থাপনা করা। যদিও স্বর্ণলতা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন এখন মাঝে মাঝে। কিছুদিন আগে রাজধানীর রেডিসনে একটি দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন স্বর্ণলতা। আবার ‘সম্পূর্ণা বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানেও তিনি নিজেও উপস্থাপনা করে প্রশংসা কুঁড়িয়েছিলেন। উপস্থাপনায় তার অভিজ্ঞতা যে খুউব কম, এমনটিও নয়।

আরও পড়ুন

ইউরোপ সফর এবং দেশে দেশে আয়োজিত অনুষ্ঠানে নিজের উপস্থাপনা প্রসঙ্গে স্বর্ণলতা দেবনাথ বলেন,‘ স্বপ্ন ছিলো কোনো একদিন ইউরোপ ঘুরে বেড়াবো। সেই স্বপ্ন আমার সত্যি হয়ে উঠলো। আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি একটা ঘোরের মধ্যে আছি। ইউরোপের প্রতিটি দেশ এতো সুন্দর, এতো পরিপাটি যা মন ভরিয়ে দেয় প্রতিটি মুহুর্তে। যতোই ঘুরে বেড়াচ্ছি ততোই মুগ্ধ হচ্ছি। মাঝে মাঝে খুউব মন খারাপ হয়, কারণ সঙ্গে মা থাকলে আরো ভালো লাগতো, বাবাকে খুউব মিস করছি। সুব্রত থাকলে হয়তো অনেক কিছুই এখানে আমার জন্য আরো সহজ হয়ে যেতো, চিন্তামুক্ত থেকে অনুষ্ঠানে আমি আমার দায়িত্বটুকু পালন করতে পারতাম। তারপরও এখানে যারাই আছেন সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার উপর অর্পিত দায়িত্বটুকু আমি শতভাগ মন দিয়ে পালন করার চেষ্টা করেছি। এখানে এসেও প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে একজন অভিনেত্রী হিসেবে আমি ধন্য। এই ভালোবাসার কোনোই প্রতিদান হয় না আসলে। শুধু এতোটুকুই বুঝি যে আমাকে আরো ভালো ভালো নাটকে কাজ করতে হবে।’

এদিকে মাইদুল রাকিব পরিচালিত ‘কুস্তি ফ্যামিলি’ নাটকটি ইউটিউবে প্রকাশের পর এতে স্বর্ণলতার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন স্বর্ণলতা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে খালের ওপর ব্রিজ না থাকায় ভোগান্তি, ২০ ফুটের জন্য ঘুরতে হয় পাঁচ কি.মি.

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য!

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

যে চার কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক