ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত। প্রতীকী ছবি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : রংপুর-দশমাইল মহাসড়কের চিরিরবন্দরে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিপি রানী রায় নামে এক ইপিজেডকর্মী নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজের সন্নিকটে রংপুর-দশমাইল মহাসড়কে ঘটেছে। নিহত লিপি রানী রায় (২১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের জীবন রায়ের স্ত্রী।

হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় জীবন রায় তার স্ত্রী লিপি রানী রায় ও অপর একজন নারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেডে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি একটি বালুবাহী ডাম্পট্রাককে ওভারটেক করে এবং সামনের একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী লিপি রানী রায় ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যান। এসময় লিপি রানী ওই বালুবাহী ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় লিপি রানীর কোমড় থেকে পা পর্যন্ত থেতলে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত লিপি রানীকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাগঞ্জ পর্যন্ত পৌঁছাতেই তিনি মারা যান।

আরও পড়ুন

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলবে

বগুড়ায় মটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত