ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দারুণ জয়

সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দারুণ জয়

স্পোর্টস ডেস্কঃ দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক রাঙানো সাকিব আল হাসান। ব্যাটে-বলে তার নৈপুণ্যেই আসরের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই। দারুণ জয়ে শুভসূচনা করেছে গ্লোবাল সুপার লিগে।
 
 
ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। পরে হয়েছেন ম্যাচসেরাও।
 
 
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’
 
ক্যারিবিয়ানের চেনা কন্ডিশন নিয়ে সাকিব বলেছেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’
 
সাকিব আরও বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটিই জরুরি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’ 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী