ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত শ্রমিকরা হলেন—শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিল দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পড়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখানে এসে উদ্ধারকাজ শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

শাহিনের সঙ্গে কাজ করতে আসা পাভেল বলেন, শাহীন আর আমরা একসঙ্গে মুন্সীগঞ্জ স্টুডিয়ামের ওখানে ভাড়া থেকে কন্ট্রাক্টারের আন্ডারে বাড়ি নির্মাণ কাজ করি। শাহিন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিল। পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা একজন ওকে ডেকে নিয়ে আসেন। পরের ট্যাংকে নেমে শাহিনসহ তিনজন মারা যান। ওর বাড়ি গাইবান্ধা জেলায়।

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

বগুড়ায় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দু’জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'