বগুড়ায় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দু’জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : মুসলমানি করানোর সময় আট বছরের এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় হাজামহ দুজনের বিরুদ্ধে মামলা দাযের করা হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) সকালে সদর থানায় এ ঘটনায় বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫) এর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলায় আর্জিতে ঊল্লেখ করা হয়, গতকাল শনিবার সকালে সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামাণিক তার ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করাতে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে মুসলমানি করানোর সময় গোপনাঙ্গের সামনে চামড়া না কেটে মাঝামাঝি অংশ কেটে ফেলেন আনিছার।
আরও পড়ুনএতে প্রচুর রক্তক্ষরণ হলে শাওন চিৎকার করতে থাকে। অভিযোগে বলা হয়, এ সময় আনিছার রহমান কাটা অংশ পকেটে নিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন