ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

কালিয়াকৈরে দুই নারীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে দুই নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি ও কালিয়াকৈর থানা পুলিশ।

গতকাল শনিবার (৩০) সন্ধ্যায় ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শহিদুল ইসলামের স্ত্রী মারিয়া আক্তার স্মৃতি (২১) অপরজন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী আলোক ছবি গ্রামের খলিল মিয়ার মেয়ে ফাতেমা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে ফাতেমা ও মারিয়া আক্তার স্মৃতি জীবিকার তাগিদে তারা নিজ বাড়ি থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে মারিয়া আক্তার স্মৃতি উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকায় মুকুলের বাসায় ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর দুজনেই জীবনযাপন করছেন। তার স্বামী শহীদুল ইসলাম একজন সেলুন ব্যবসায়ী। বিয়ের পর থেকে দুজনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো। প্রতিদিনের মতো শনিবার দুপুরে দুজনার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর স্বামী কাজে চলে যায়। এ সুযোগে ঘরের ভিতরে গলায় রশি দিয়ে ফাঁস দেয় ওই নারী। সন্ধ্যায় স্বামী বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ রয়েছে। এরপর তাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় আশপাশের লোকজন ডাকতে থাকে। আশপাশের লোক ছুটে আসলে দরজা ভেঙে দেখে আড়ার সঙ্গে ঝুলে আছে।

আরও পড়ুন

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। অপরদিকে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক উপজেলার আরাবাড়ি এলাকায় শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে এক গার্মেন্টস শ্রমিক ফাতেমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আজ রোববার (৩১ আগস্ট)সকালে ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়না তদন্তের জন্য দুজনের মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

বগুড়ায় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দু’জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'