ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নেত্রকোনায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় পোশাক শ্রমিক তরুনী বেবি আক্তারের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুর্বধলা থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বেবি আক্তার ওই গ্রামের সিরাজ আলীর মেয়ে। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেবি ঈদুল আজহার পর কাজ ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে ভাগনিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন।
কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ বোধের কথা জানিয়ে ঘরের ভেতরে চলে যান। এরপর দরজা বন্ধ করে দিলে অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পাশের টিনের বেড়া কেটে ভেতরে উঁকি দিয়ে দেখেন বাঁশের ধর্নার (আড়ার) ফাঁসিতে ঝুলছিলো। পরিবারের স্বজনদের দাবী সম্প্রতি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং খুব একটা কারো সঙ্গে মিশতেন না।

বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে গোয়েন্দা তথের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখে নিজ ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলছিলো তরুনী। পরে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। 

আরও পড়ুন

তিনি পরিবার ও বিভিন্ন সূত্রের তত্যের বরাত দিয়ে জানান, গেল তিন বছর পূর্বে বেবি আক্তার বিয়ে করে ঢাকায় চলে যান। বিচ্ছেদের পর তিনি পোশাক শ্রমিকের চাকুরি নেন। এরপর আরেকটি বিয়ে হলে সেটিও ভেঙ্গে যায়

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে ইতালি

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা

সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলবে

বগুড়ায় মটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা