ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক। ছবি : দৈনিক করতোয়া

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রধান সড়ক ভেঙে গেছে। এছাড়াও আইন অমান্য করে জমি থেকে মাটি উত্তোলন করায় পাশের জমির মাটি ধসে চাষাবাদের অনুপযোগী হওয়ার অভিযোগ করা হয়েছে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার খয়েরপুকুরহাট সংলগ্ন পশ্চিমে রেলওয়ের জমি থেকে ভেকু লাগিয়ে ব্যাপক ভাবে বালু উত্তোলন করায় সেখানে ৩০-৪০ ফুট গর্তের বিশাল পুকুরের সৃষ্টি হয়েছে। সেই পুকুরের পাশ দিয়ে খয়েরপুকুরহাট-ভবানীপুরগামী পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে কয়েকদিনের বৃষ্টির পানিতে সড়কের খোয়া ও বালুসহ ভেঙে গিয়ে সেখানে বড় আকারের গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন ও জনগণ চলাচল করছে।

সেখানে যে কোন মুুহূর্তে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ প্রশাসনের কর্তাদের নীরবতার কারণ রহস্যজনক। এছাড়া এলাকার পূর্বহোসেনপুর গ্রামের জনৈক মাহফুজুল ইসলাম চৌধুরী জানান, আমার কালিকাপুর মৌজার ৪৩৩১ দাগের ৬৯ শতক জমি আছে। তার পাশের জমিটিও আমার ছিল। বর্তমানে তা রেলওয়ে অধিগ্রহণ করেছে।

আরও পড়ুন

উভয় জমির সীমানা থেকে মাটি কেটে নেওয়ায় জমির মাটি ধসে গিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এ ব্যাপারে আমি নিজে এলাকার আব্দুল হাকিম গাছুয়ার পুত্র হাসিনুর রহমান গাছুয়া ও শাহাজাহান আলীর পুত্র সাজেদুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের কিাছে অভিযোগ দাখিল করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার