ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।

মেটলাইফ স্টেডিয়ামে হাইভোল্টেজ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের প্রথম ২৪ মিনিটেই ইউরোপিয়ান ক্লাসিকোর ভাগ্য গড়ে ফেলে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে ৬ মিনিটে প্রথম লিড নেয় পিএসজি। গোলবন্যার শুরুটা হয় স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের হাত ঘরে। তিন মিনিট পরে আবারও রিয়াল ডিফেন্ডারের ভুল। এবার রুডিগারের ভুলের মাশুল দিতে হলো মাদ্রিদের ক্লাবটির। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল জড়ান ডেম্বেলে।

কোনো কিছু বুঝে উঠার আগেই ম্যাচের ২৪ মিনিটে আরও একবার উদযাপনে মাতে প্যারিসের ক্লাবটি। এবার দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ। শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় লা প্যারিসিয়ানরা। ৩-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় পিএসজি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেও বজায় থাকে আক্রমণের ধারা। ৪৭ মিনিটে রিয়ালের জালে দুয়ে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয় গোলটি। এরপর অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়ানো তো দূরে থাক, রক্ষণেও ভীতি ছড়াতে পাড়েনি রিয়াল। নিজেদের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে-ভিনিরা।

আরও পড়ুন

উল্টো একপেশে ম্যাচে ৮৮ মিনিটে রিয়ালের জালে শেষ পেরেক ঠোকেন গনসালো রামোস। খুব কাছ থেকে গতিময় শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফাইনালে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

আগামী ১৪ জুলাই শিরোপার মঞ্চে পিএসজির অপেক্ষায় আছে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ