ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে। 

শুধু ভক্তরাই নয়, আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন-অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন- ‘অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।’

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন। কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা। 

আরও পড়ুন

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এক রাতেই পদ্মার ভাঙনে বিলীন বিজিবির বিওপি

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে ভস্মীভূত নির্বাচন অফিস মেরামতের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ

শাড়িতে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পারসা ইভানা

ভাঙ্গায় গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ, বিকল্প পথে চলছে ট্রেন

সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার