ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নড়াইলে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

নড়াইলে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলার এজাহারভুক্ত এক আসামিকে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, গত ৫ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা নাশকতার মামলার আসামি মো. জিল্লুর রহমানকে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে লোহাগড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। পরে ৬ জুলাই মামলার বাদী বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে লেখালেখি করলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ ছাড়াও অভিযুক্ত এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন সময়ে পুলিশ ভেরিফিকেশনের নামে ১০ হাজার টাকা ঘুষ নিতেন তিনি। এসব অভিযোগ প্রশাসনের নজরে আসায় প্রত্যাহার করা হয়েছে তাকে।

পুলিশের বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। পুলিশের মধ্যে থাকা এসব দুর্নীতিবাজের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওসি শরিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার