ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের স্ত্রী হত্যার দায়ে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিন মির্জার ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মাসুদুর রহমান জানান, মামলার অপর দুই আসামি হেনা খাতুন ও হানিফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলার দবির সরকারের মেয়ে রেখা খাতুনের সাথে মানিক মিয়ার বিয়ে হয়। বিয়েতে উপহারসহ ৮০ হাজার টাকা দেওয়া হলেও পরে মানিক আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলতে থাকে। একপর্যায়ে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রেখাকে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় নিহত রেখার ভাই হাফিজুর রহমান সরকার বাদি হয়ে মানিক মিয়া, তার ভাই হানিফ ও মা হেনা খাতুনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ৪ শতাধিক শিক্ষার্থী

বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?