গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ৪ শতাধিক শিক্ষার্থী

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দু:স্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৫ প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করা হয়। এ সময় ব্যাগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে সকল শিশু শিক্ষার্থীরা।
এ উপলক্ষে এক আলোচনা সভায় পরিষদটির চেয়ারম্যান জাহিদ হাসান শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম।
আরও পড়ুনবিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইউপির সদস্য, সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মন্তব্য করুন