বগুড়ায় সিনেমা স্টাইলে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে খুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুর্বৃত্তরা সিনেমা স্টাইলে সানশাইন নামে একটি আবাসিক হোটেলে ঢুকে হোটেলের ম্যানেজার মো: বিপুলকে (৪০) উপর্যুপরী ছুরিকাঘাতে হত্যা করেছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বগুড়া শহরের উপকন্ঠে মাটিডালি বিমান মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মোঃ বিপুল (৪২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমার মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। হোটেল মালিক মো: সোহেল করতোয়া’কে জানান, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ২ টার দিকে ৬-৭ জন যুবক মোটরসাইকেল যোগে সিনেমা স্টাইলে এসে তার হোটেলে প্রবেশ করে।
এরপর কোন কিছু বুঝে ওঠার আগেই হোটেল ম্যানেজার বিপুলকে পেয়ে তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনসেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। নিহত বিপুল মাটিডালিতে সানশাইন নামে আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং হোটেলেই রাতে ঘুমাতেন।
এ ব্যাপারে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন করতোয়া’কে জানান, পূর্ব ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন