ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

লারা একজন কিংবদন্তি, রেকর্ডটা তারই থাকা উচিত : প্রোটিয়া অধিনায়ক মুল্ডার

লারা একজন কিংবদন্তি, রেকর্ডটা তারই থাকা উচিত : প্রোটিয়া অধিনায়ক মুল্ডার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪০০ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ড হুমকির মুখে পড়েছিল। সুযোগ পেয়েও লারার সেই রেকর্ড ভাঙেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকান প্রোটিয়া অধিনায়ক মুল্ডার। সোমবার (৭ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ২৯৭ বলে নিজের ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। তার এই ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।  ৪৯ চার ও ৪ ছক্কার সাহায্যে ৩৩৪ বলে ৩৬৭ রানের অপরাজিত থেকে লাঞ্চে যান মুল্ডার। অনেকের ভাবনায় ছিল ৪০০ করবেন তিনি। এমনকি মুল্ডার যেভাবে ব্যাটিং করছিলেন, তা ছিল কেবল সময়ের অপেক্ষা। তবে সবাইকে অবাক করে মধ্যাহ্ন বিরতির সময়ই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক।

আরও পড়ুন

দ্বিতীয় দিনের খেলা শেষে মুল্ডার জানিয়েছেন সম্মানের জায়গা থেকেই লারার রেকর্ডটি ভাঙেননি তিনি। মুল্ডার বলেন, ‘প্রথমত, আমি ভেবেছিলাম অনেক রান হয়ে গেছে। এবার আমাদের বল করা উচিত। দ্বিতীয়ত, ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তার মতো মাপের একজন ক্রিকেটারের কাছে যোগ্যভাবেই এই রেকর্ড থাকা উচিত। যদি আবার আমার কাছে সুযোগ আসে, আবারও একই কাজ করবো আমি।’ তিনি আরও বলেন, ‘আমি শুকসের (প্রোটিয়া কোচ শুকরি কনরাড) সঙ্গেও কথা বলেছি, তিনিও বলেছেন, “কিংবদন্তিকে এই রেকর্ডটা ধরে রাখতে দাও। তুমি কখনোই জানবে না যে তোমার ভাগ্যে কী আছে বা সেটিকে তুমি কী নামে ডাকতে চাও। তবে আমি মনে করি ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকা উচিৎ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা