ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

ম্যাঙ্গো স্টিকি রাইস

লাইফস্টাইল ডেস্ক : চলছে আমের মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের আম। এই সময়ে আম দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয় অনেক বাড়িতে। আমাদের দেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও আম জনপ্রিয় ফল। তারাও এই ফল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করেন।

তবে এসবের মধ্যে থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইসের কথা আলাদা করে বলতে হবে। এই খাবারটিকে দক্ষিণ-পূর্ব এশীয়ার ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচনা করা হয়। আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে এই আমের মৌসুমে ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে পারেন।

 জেনে নিন রেসিপি-

সাধারণত ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে গ্লুটিনাস রাইস অথবা বিন্নি চাল লাগে। আমাদের দেশে বিন্নি চাল সহজলভ্য। প্রথমে এক কাপ বিন্নি চাল ভিজিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। এরপর ভেজানো চাল হাড়িতে সেদ্ধ করে নিতে হবে আধা ঘণ্টা। এই সময় খেয়াল রাখতে হবে হাড়ির সব জায়গায় যেন সমানভাবে তাপ যায়। 

 

আরও পড়ুন

এই খাবারের গুরুত্বপূর্ণ অংশ নারকেলের সস। চাল সেদ্ধ হতে দিয়ে সসটা বানাতে পারেন। এ জন্য নারকেলের দুধ নিতে হবে দুই কাপ পরিমাণ। নারকেল বেটে দুধ বের করে নেয়া যায়। এবার একটি ফ্রাই প্যানে দুই কাপ নারকেলের দুধ, আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ মিশিয়ে জ্বাল দিতে হবে। একটু ঘন হয়ে আসলে সেখান থেকে এক কাপ পরিমাণ নারকেলের সস সরিয়ে আলাদা রাখুন।

 

এরপর চুলা বন্ধ করে প্যানে থাকা নারকেলের দুধের সঙ্গে সেদ্ধ করে রাখা বিন্নি চালের ভাতগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিন ১৫ মিনিট। এই সময়ে বিন্নি চালের ভাতগুলো সুন্দরভাবে নারকেলের দুধের সসের সঙ্গে মিশে যাবে।

স্টিকি রাইসের ওপর আগে থেকে তুলে রাখা নারকেলের সস ও ভাজা তিল দিয়ে পরিবেশন করতে পারেন।

শেষ ধাপে এসে একটি ঠান্ডা পাকা আম লাগবে। আম খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন। এরপর একটি প্লেটে নারকেলের দুধ মাখানো স্টিকি রাইস দিয়ে চারপাশে আমের স্লাইসগুলো সাজিয়ে নিতে হবে। এবার স্টিকি রাইসের ওপর আগে থেকে তুলে রাখা নারকেলের সস ও ভাজা তিল দিয়ে পরিবেশন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে আটক করে পুলিশে সোপর্দ

‘যোগাযোগ উৎসব ২০২৫’-এ মুগ্ধতা ছড়ালেন লোপা

শিক্ষকের অনৈতিক দাবি, শরীরে আগুন ধরিয়ে দিলেন ছাত্রী

রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল