চাঁপাইনবাবগঞ্জে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে বোন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের হাসুয়ার আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ধাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও বড়মহেষপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী। তার ৬ মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে।
একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা সৈবুর আলী, মা এরিনা বেগম এবং বোন লিপি খাতুন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, আজ শনিবার (৫জুলাই) সকাল ৯টায় ধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৈতন্যপুর শান্তিমোড় এলাকায় পিতার বাড়ির নিকট ভাইদের হাতে খুন হন খালেদা।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, পাশাপাশি দুই বাড়িতেই বসবাস করেন সৈবুর এবং তার ছোটভাই মৃত সহবুলের পরিবার। দুই পরিবারে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল।
আজ শনিবার (৫জুলাই) সকালে কার্নিস নির্মাণ ও ছাদ ঢালাাইকে কেন্দ্র করে দু’ভাইয়ের পরিবারের মধ্যে নতুন করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে সহবুলের দুই ছেলে মামুন (৩০) ও নিয়ামতের (২৭) হাসুয়ার আঘাতে পিতার বাড়িতে অবস্থানরত খালেদা নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোরাম কিবরিযা বলেন, আজ শনিবার (৫জুলাই) দুপরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত সহবুলের বাড়ির সকলেই পলাতক রয়েছে।
পুলিশ মামুন ও নিয়ামত সহ ঘটনায় জড়িত সকলকে আটকের অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য করুন