ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছে।

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাক চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে দ্রুত গতিতে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এসময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে এসে তাদের উদ্ধার করে। এসময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেওয়া হলে বাসচালক বেলায়েতক কর্তব্যরত চিকিৎসক ক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আব্দুর রাজ্জাক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই রাস্তার ওপরে একটি ট্রাকের চাকা নষ্ট হয় সেটি দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে আমার গরুর জন্য ঘাস কাটছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা দুটি বাস দ্রুত গতিতে নিজেদের ওভারটেকিং করতে গিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এসময় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন এবং বাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন বলে আমরা শুনেছি। আমরা ঘটনার স্থলে এসেছি এবং খোঁজখবর নিচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষা-শরৎ শেষঃ হেমন্তেও পানি বাড়ছে যমুনায়

দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান

দাউদকান্দিতে আ.লীগ-ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

ইরিনা নাহারের সনদ জালিয়াতি প্রমাণিত : বেরোবির চাকরি থেকে সাময়িক বহিষ্কার

এআই ট্রেন্ডে চমকে দিলেন আলিয়া