ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপ : কোয়ার্টারে ফাইনালে প্রতিপক্ষ যারা

ফিফা ক্লাব বিশ্বকাপ : কোয়ার্টারে ফাইনালে প্রতিপক্ষ যারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর খেলা সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে ম্যাক্সিকান ক্লাব মন্তেরে ও জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া র্ড্টমুন্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে নকআউট পর্বের প্রথম রাউন্ডের খেলা হয়। এতে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালে কোন ৮ দল জায়গা করে নিতে পেরেছে। এবারের ক্লাব বিশ্বকাপে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুশিয়া। মন্তেরেকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।

এর আগে কোয়ার্টারে উঠেছে ব্রাজিলিয়ান দুটি ক্লাব-পালমেইরাস ও ফ্লুমিনেন্স, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ, ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজি ও স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের আয়োজকদের সাজানো ফিক্সচার অনুসারে প্রথম কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে পালমেইরাস। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আল হিলালের মোকাবেলা করবে ফ্লুমিনেন্স। শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই। প্রথমটিতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ, দ্বিতীয় লড়াই হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে।

আরও পড়ুন

এরপর ৮ ও ৯ জুলাই যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। যুক্তরাষ্ট্রের আয়োজনে এই টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ থাকছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২