ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

স্বামী সন্তান নিয়ে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন আর শো করছেন লিজা

স্বামী সন্তান নিয়ে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন আর শো করছেন লিজা

 বিনোদন ডেস্ক ঃ গান নিয়ে ইউরোপের পাঁচটি দেশে ভ্রমণে রয়েছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

দেশগুলো হচ্ছে- ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেন। এখন তিনি রয়েছেন ফ্রান্সে। দেশটির প্যারিসে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।এদিকে, প্যারিসে অন্যরকম অভিজ্ঞতাও হচ্ছে লিজার। কারণ এবারই প্রথম স্বামী ও একমাত্র কন্যাকে নিয়ে সফরটি করছেন। শোয়ের বাইরে প্যারিসের বিভিন্ন মনোরম জায়গায় ঘুরছেন তারা। আর সেই ছবি লিজা প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

লিজা বলেন, এবারের সফরটি সত্যিই অন্যরকম। কারণ আমার জীবনসঙ্গী ও ছোট কন্যাকে নিয়ে এই প্রথম ইউরোপ সফরে এলাম। এটা আমার জন্য অত্যন্ত ভালো লাগার ব্যাপার। শোয়ের বাইরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, আনন্দ করছি। খুব ভালো লাগছে।

এদিকে ২৯শে জুন বেলজিয়াম, ৫ই জুলাই সুইজারল্যান্ড, ৬ই জুলাই ইতালি ও ১৩ই জুলাই স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংগীত পরিবেশন করবেন লিজা।

এ প্রসঙ্গে তিনি বলেন, একজন সংগীতশিল্পীর ভীষণ প্রিয় স্থান হচ্ছে স্টেজ। কারণ স্টেজ শোতে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। ইউরোপের পাঁচ দেশে টানা গান গাইবো ১৩ই জুলাই পর্যন্ত। আশা করছি গানে গানে শ্রোতা-দর্শকদের মাতিয়ে দেশে ফিরতে পারবো।

আরও পড়ুন

এদিকে, গত কোরবানির ঈদে এ সংগীতশিল্পীর দু’টি গান প্রকাশ হয়েছে। গানগুলো নিয়েও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

দু’টি গানেই তার সহশিল্পী কিশোর দাশ। একটির শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। এটি প্রকাশ হয়েছে কিশোরের ইউটিউব চ্যানেলে। অন্য গানটি প্রচার হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে। এর শিরোনাম ‘কোনো কথা নেই’।

উল্লেখ্য লিজা বছর খানেক আগে কন্যা সন্তানের মা হন। মাতৃত্বের কারণে দীর্ঘদিন স্টেজ শো থেকে দূরে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু