ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টার মামলায় সাকিব হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের শামছুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নন্দীগ্রাম থানায় উপপরির্দশক মেহেদি হাসান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোররাতে ওই গৃহবধূর (৩৮) স্বামী কাঁচামাল ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলে, অভিযুক্ত সাকিব পার্শ্ববর্তী নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় গৃহবধূর শরীর স্পর্শ করে এবং ধর্ষণের চেষ্টা করে।

আরও পড়ুন

তখন ওই গৃহবধূ চিৎকার করলে সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী নিজে বাদি হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার মামলায় আসামি সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করা হবে : দুদক চেয়ারম্যান

নাটোরের হালতিবিলে চলছে নির্বিচারে পোনা মাছ নিধন হচ্ছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের শিশুকে হত্যা চেষ্টায় বাবা গ্রেফতার

স্বপ্ন পূরণ হলো না বগুড়ার বনান্ত’র, নিকলি হাওড় কেড়ে নিল প্রাণ

আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন