ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল : বিশ্লেষকদের মত

ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল : বিশ্লেষকদের মত। ছবি সংগৃহীত

ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে। ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতাই প্রমাণ করছে। এসব কথা বলেছেন মার্কিন থিংক ট্যাংক কোয়িন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পারসি।

তার কথায়, ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্বকে হত্যা করে কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে। কিন্তু বাস্তবে তা খুব দ্রুতই পুনর্গঠিত হয়েছে। পারসি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, তারা (ইসরায়েলিরা) ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে। কিন্তু তা খুব দ্রুতই পুনর্বিন্যস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন যা দেখছি, তা হলো—ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে প্রবেশ করছে। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবিতে গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

এর জবাব দিতে দেরি করেনি তেহরান। পরদিনই শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইরান, যার ফলে ইসরায়েলের ভেতরে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে আবাসিক ভবন, আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের কয়েকশ মানুষ হতাহত হয়েছে।

আরও পড়ুন

 

 

সূত্র: ইউএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট

খুলনায় ‘পুলিশ’ পরিচয়ে ‘খাদ্য কর্মকর্তা’ অপহরণের ভিডিও ভাইরাল, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক