বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি খননযন্ত্র আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি খননযন্ত্র জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদিকুর রহমান সাদিক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান প্রমুখ। অভিযানে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ এবং বালু পরিবহনের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল টেংরাকুড়া গ্রামে যমুনা নদী থেকে একাধিক খনন যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। সেখানে গতকাল শনিবার রাতে অভিযান পরিচালনা করে বগুড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী।
আরও পড়ুনঅভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি খননযন্ত্র জব্দ করা হয়, যা স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। একই অভিযানে অনুমানিক ১৫ হাজার টাকার মূল্যের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। এছাড়া ২০ হাজার টাকা মূল্যের বালুও জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং জরিমানা করাও সম্ভব হয়নি।
মন্তব্য করুন