বিগত ফ্যাসিস্ট সরকারের মত কোনো বিতর্কিত নির্বাচন হতে দেয়া হবে না- লেবু মাওলানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার ৪নং বরিশাল ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর জুনদহ হাইস্কুল মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির শামীম আহম্মেদ প্রধানের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
তিনি বলেন, আগামী দিনে আমরা একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দেখতে চাই। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন দেখতেই চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের মত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জামায়াত শিবিরের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আগামীতে সরকার গঠন করার মাধ্যমে আমরা সেই নির্যাতনের প্রতিশোধ নিতে চাই।
আরও পড়ুনএসময় বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী উপজেলা আমির আবুবক্কর সিদ্দিক, উপজেলা প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল আমিন সরকার ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন। আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানা প্রমুখ।
মন্তব্য করুন