ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি আহত

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি আহত। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি মাথায়, বুকে ও পায়ে আঘাত পেয়েছেন। তবে শঙ্কামুক্ত বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই-বিজরুল সড়কের বর্ষণের তিনমাথা মোড়ে দুর্ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেলে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন সাবেক ছাত্রদল নেতা। তিনি উপজেলার দামরুল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বিজরুল থেকে নিজ গ্রাম দামরুল এলাকায় ফিরছিলেন রেজাউল। বিজরুল গ্রামের সীমানা পার হয়ে তিনমাথা বর্ষণের মোড় কড়ইতলা এলাকায় পৌঁছিলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে সাবেক ছাত্রদল নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

তরুণীরা কেন আকৃষ্ট হন বয়স্ক পুরুষদের প্রতি?

কানাডায় উৎসবের শেষ আকর্ষণ আগন্তুক

ছেলেরা ইসলামিক শিক্ষা নিচ্ছে বলে, সিনেমা ছেড়ে দিচ্ছেন অনন্ত জলিল

বিদেশিদের জন্য ক্রিপ্টো থেকে স্থানীয় মুদ্রায় রুপ্তান্তরের সুবিধা চালু করছে থাইল্যান্ড

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ