ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এ প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল শেখ (১৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) নামে মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হন।


সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

আরও পড়ুন

ওসি খোরশেদ আলম বলেন, ‘‘নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলেন। এসময় তারা মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে স্থানীয়রা গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।’’ 

ওসি আরও বলেন, ‘‘প্রাইভেটকারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোন লিখিত অভিযোগ করেনি।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

সীতাকুণ্ডে হাসপাতাল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

টি-টোয়েন্টির শীর্ষ বোলার এখন বরুণ

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান