ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে : জাতিসংঘ

গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে : জাতিসংঘ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বলছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’ আছে এবং আজই তা ঘোষণা করা হতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন আহত হয়েছেন। এদিকে ১০ সন্তানের মধ্যে ৯ জনই ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর পর এবার নিজেও দুনিয়ার মায়া ছেড়ে গেলেন এক চিকিৎসক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকেই হারিয়েছিলেন হামদি আল-নাজ্জার নামের এক চিকিৎসক। তিনি নিজেও ওই হামলায় আহত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যে কিছু তথাকথিত ‘আউটপোস্ট’ বা সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে।খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিএলে বিদেশি ক্রিকেটারদের আনতে চায় বিসিবি

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতিতে এক যুবক!

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

মচমচে ডালের আমিত্তির রেসিপি