ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

রংপুরে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুর জেলা প্রতিনিধি : আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১৩’র একাধিক দল বিশেষ অভিযানে মহানগরীর কোতয়ালী থানাধীন হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি।

র‌্যাব জানায়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে বিভিন্ন অজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা লুটপাটসহ বিভিন্ন ধরণের অপকর্ম করে সর্বস্বান্ত করে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইমরান খান (৩৫), আব্দুল সাদেক সেখ (২৫), অব্দুল লতিফ (৫৬), মোঃ খসরু আহমেদ (৪৬), মোঃ জয়নাল আবেদীন (৪৫), মোঃ মহিবুল (৪৫), মোঃ আব্দুস সালাম (৪০), মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), মোঃ রিপন (৫৫), মোঃ আজাহার উদ্দিন (৬২),  রেজাউল ইসলাম (৫৫)।

আরও পড়ুন

এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। আসামিদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ওষুধ, ছোট বড় বিভিন্ন সাইজের প্রায় ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং ১টি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি জানান, গ্রেফাতরকৃতদের মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা পাড়াগ্রামের মৃত দলিল উদ্দিন খানের পুত্র মোঃ ইমরান খান (৩৫) অজ্ঞান পার্টির মূলহোতা।

তার দিক নির্দেশনায় বাকি অন্যান্য আসামিরা বিভিন্ন গরুর হাটে কার্যক্রম চালিয়ে আসছে। আসামিদের দেওয়া জবানবন্দি অনুযায়ী আজ শুক্রবার (৩০ মে) দিনাজপুর জেলার আমবাড়ী গরুর হাটে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো বিজিবি

সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

শ্রাবণী সায়ন্তনীর গানের এই সময়

গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের দাবিদার দুইজন