ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

শ্রাবণী সায়ন্তনীর গানের এই সময়

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী।

অভি মঈনুদ্দীন ঃ নিজের মিষ্টি আর সুরেলা কন্ঠ দিয়েই গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু ২০১৭’তে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে অংশগ্রহন করে। এরপর থেকে পড়াশুনার পাশাপাশি গানে গানেই গানের ভুবনে শ্রাবণীর এগিয়ে চলা। পড়ছেন গান নিয়ে বিশ্বভারতী’তে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে। শ্রাবণী এরইমধ্যে তার কন্ঠটিকে সিগনেচার ভয়েজ হিসেবে প্রায় প্রতিষ্ঠিতই করে ফেলেছেন। তার গান শুনলেই বুঝা যায় যে এটা শ্রাবণী সায়ন্তনীর গান। সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহনের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলোরে’ প্রকাশিত হয়।

গানটি লিখেছিলেন বাবু, সুর সঙ্গীত করেছিলেন হৃদয়। এরপর শ্রাবণীর কন্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সর্বশেষ কয়েক মাসে আগে তার কন্ঠে প্রকাশিত হয় ‘না বলা কতো কথা’ শিরোনামের একটি গান। এই গানের শ্রাবণী যেন নিজেকে আরো ম্যাচিউরড প্রমাণ করেছেন। গানটি যারাই শুনেছেন শ্রাবণীর কন্ঠের ভীষণ প্রশংসা করেছেন। গানের মিউজিক ভিডিওতেও শ্রাবণী নিজেকে এতোটা সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে তাকে অভিনয়েও নিয়মিত হবার কথাও বলেছেন অনেকে। ‘না বলা কতো কথা’ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।

আরও পড়ুন

এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শ্রাবণীর কন্ঠে ‘ভুল মানুষ’ শিরোনামের আরো একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ। নতুন গান এবং গান নিয়ে আগামীর স্বপ্ন প্রসঙ্গে বলেন,‘ খুউব ছোটবেলায় আমার বাবা গণেশ মোহন্তর কাছেই আমার গানে হাতেখড়ি। এরপর আরো বহু ওস্তাদের কাছেই তালিম নেয়া হয়েছে। এখন বিশ্বভারতীতে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশুনা করছি। বহু সাক্ষাৎকারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বলতে শুনেছি যে গানে আসলে চর্চা বা অধ্যবসায়ের বিকল্প নেই। আমি এ কথাটি মাথায় রেখেই গানের ভুবনে পথ চলছি। গানের নিয়মিত চর্চা থেকে নিজেকে কখনো সরিয়ে রাখিনি। গান ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসলে আমার ভাবনা নেই। আমার অতীতটা জুড়ে যেমন গানই ছিলো, বর্তমানটাও গানকে ঘিরে আমার আগামীটাও গানে গানেই এগিয়ে যাওয়া হবে। আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত মৌলিক নতুন নতুন গান করার সুযোগ করে দিচ্ছেন। কৃতজ্ঞ আমার মা নমিতা রাণীর কাছে। কারণ তিনি আমার জন্য অনেক কষ্ট করেন।’ শ্রাবণী প্রথম প্লে-ব্যাক করেন ‘ডেডবডি’ সিনেমায় ‘জানরে’ শিরোনামের গানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা