ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মির্জাপুরে চালক-হেলপারকে বেঁধে তেল বোঝাই ট্রাক লুট

মির্জাপুরে চালক-হেলপারকে বেঁধে তেল বোঝাই ট্রাক লুট

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাসির গ্লাস কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ৬০ ড্রাম পামওয়েল তেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ।

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ও ট্রাকচালক আল-আমিন এবং একই এলাকার বাবু মিয়ার ছেলে ট্রাকটির হেলপার টিটু।

চালক আল আমিন জানান, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের একটি ট্রাকে ৬০ ড্রাম পামওয়েল তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা দেন তারা। রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের নাসির গ্লাস কারখানা সংলগ্ন ব্রিজে ওঠার পর একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকে উঠে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। এরপর মহাসড়কের একটি জায়গায় তাদের ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

ট্রাকের মালিক সনি বলেন, ‘‘রাতেই চালক ফোনে বিষয়টি জানিয়েছে। ট্রাকে ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি পামওয়েল তেল ছিল। যার দাম প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘‘ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১