ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

করতোয়ার পাশাপাশি নাগর ও ভদ্রা নদী নিয়ে কাজ করা হবে - জেলা প্রশাসক, বগুড়া

করতোয়ার পাশাপাশি নাগর ও ভদ্রা নদী নিয়ে কাজ করা হবে - জেলা প্রশাসক, বগুড়া। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, করতোয়া নদী দখল-দূষণ মুক্তকরণের কাজ চলছে। এবার নাগর নদও দখল-দূষণ মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। করতোয়ার পাশাপাশি জেলার নাগর নদ দখল-দূষণ মুক্ত করা হবে। তিনি আজ সোমবার (২৬ মে) জেলা প্রশাসকের সেমিনার কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় বিগত সভার কার্যবিবরণি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, পানি উন্নয়ন বোর্ডের এসডিই সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মিকাইল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক ভদ্রা নদী নিয়েও আলোচনা করেন এবং বলেন, নাগর নদের পাশাপাশি ভদ্রা নদী নিয়েও কাজ করা হবে। ভদ্রা নদীর তলদেশ খনন করা হবে।

আরও পড়ুন

সভায় বক্তারা বলেন, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলার অনেক চাল ও মিল মালিক বয়লারের গরম পানি পুকুরে ফেলে ঠান্ডা না করে সরাসরি নাগর নদ ও রক্তদহ বিলে ছেড়ে দিচ্ছে। ফলে নদ ও বিলের পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে। বক্তারা, কেমিক্যাল কোম্পানিসহ যেসব প্রতিষ্ঠানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বর্জ্য হিসেবে ছাড়ছে তারা ইটিপি ব্যবহার করছে কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে। সভায় করতোয়া নদী চলমান কার্যক্রম নিয়েও বিষদ আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে চট্টগ্রামস্থ হজ এজেন্সি  প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পদ্মা ব্যাংক আয়োজতি র্অথ পাচার ও সন্ত্রাসী র্কমকাণ্ডে র্অথায়ন প্রতরিোধ বষিয়ক র্কমশালার র্সাটফিকিটে প্রদান অনুষ্ঠতি

এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খান অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

তারাগঞ্জে একসাথে তিন কন্যাশিশুর জন্ম, খাবার যোগাতে হিমশিম

উত্তরাঞ্চলের তিন জেলায় টর্নেডোর আঘাত  ১১শ’ বাড়িঘর লন্ডভন্ড, আহত ১৫