ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কেনো পর্যটকদের সিকিম ছাড়ার নির্দেশ দিল প্রশাসন ? 

ছবি : সংগৃহীত,কেনো পর্যটকদের সিকিম ছাড়ার নির্দেশ দিল প্রশাসন ? 

আন্তর্জাতিক ডেস্ক : সিকিমের রাজধানী গ্যাংটকে আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে। সেই উপলক্ষে পর্যটকদের বিশেষ নির্দেশ দিল রাজ্যটির সরকার। 

আগামী বৃহস্পতিবার ২৯ মে যে পর্যটকদের গ্যাংটক ছাড়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের সকাল ৬টার মধ্যে বেরিয়ে যেতে হবে বলে জানাল পর্যটন দফতর। মোদির সফরের দিনে পাহাড়ি রাস্তায় যাতে যানজট বা নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে কারণে এই নির্দেশ।

সিকিম ভারতের রাজ্য হয়েছে ৫০ বছর আগে। সেই সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী বৃহস্পতিবার সিকিমের রাজধানী গ্যাংটকে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মোদির। 

আরও পড়ুন

সিকিমের পর্যটন বিভাগ নির্দেশিকা দিয়ে বলে, সিকিম রাজ্যের মর্যাদা পাওয়ার ৫০ বছর পূর্তি ছিল ২০২৫ সালের ১৬ মে। এই উপলক্ষে ২৯ মে রাজ্যে একটি কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন মোদি।

 এর পরেই নির্দেশিকায় বলা হয়েছে, ওই যান চলাচল যাতে নির্বিঘ্নে হয় এবং নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে পর্যটকদের সকাল ৬টার মধ্যে গ্যাংটক ছাড়তে অনুরোধ করা হচ্ছে। তবে সিকিমের অন্য পর্যটনস্থলে যে সব পর্যটক গিয়েছেন, তাঁদের জন্য এ রকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হংকংয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’

নেপালে সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার

ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুকে চমক