ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।
 
 
রোববার (২৫ মে) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
নিহত ডাবলু চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে চুড়ামনকাটির উত্তরপাড়ার (ব্র্যাক অফিস সংলগ্ন) জয়নাল হোসেনের বাড়ির সামনের মহাসড়কের পাশে ডাবলুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেলা ৯ টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
নিহতের স্বজনরা জানান, ডাবলু একজন ইজিবাইক চালক। তিনি গভীর রাত পর্যন্ত ইজিবাইক চালাতেন। তাদের ধারণা, যাত্রীবেশী দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে খুন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ডাবলুর লাশটি পড়ে ছিলো। কিন্তু তার ইজিবাইকটি পাওয়া যায়নি। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আধারে ছিনতাইকারীরা তাকে খুন করে ইজিবাইকটি নিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩ 

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক 

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই