ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৯ জনকে বিএসএফের পুশইন

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৯ জনকে বিএসএফের পুশইন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু।

 

আরও পড়ুন

ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তারা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদেরকে মুজিবনগরে সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে বিএসএফ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। নীলফামারী ও কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে তারা পুলিশের কাছে দাবি করেছেন। তাদের দেওয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরো ১২১ জনকে পুশ ইন 

দূরপাল্লার প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে জরুরি নির্দেশনা

দিনাজপুরে পতিত আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীসহ গ্রেফতার ১০৮

বগুড়ার দুপচাঁচিয়ায় এলজিইডি’র ২৬টি সড়ক উন্নয়ন তালিকাভুক্ত

সেবার জন্য পুলিশ, মামলা দেওয়ার জন্য নয় -ডিআইজি আজাদ