ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

থানা থেকে মাদক মামলার পলাতক আসামি মনোয়ারাকে গ্রেপ্তার

থানা থেকে মাদক মামলার পলাতক আসামি মনোয়ারাকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পালানোর মাদক মামলার আসামি মনোয়ারা খাতুনকে (৩০) ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দূর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।

শুক্রবার রাতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, থানা থেকে পালিয়ে যাওয়া আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিনই কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান চলছে। এ ঘটনার অনুসন্ধান করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে বুধবার (৩০ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা খাতুন ও তার সহযোগী নাজমুল হুদাকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করে। ওইদিনই বিজিবির পক্ষ থেকে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়। এরপর মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়ে যান তিনি।

জীবননগর থানার পরিদর্শক মামুন হোসেন বিশ্বাস বলেন, শুক্রবার ভোরে ঝিনাইদহের বেতাই দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট