ফোনে ভোট চাওয়ায় ছাত্রদল নেতা ইমতিয়াজ বহিষ্কার
_original_1757177172.jpg)
ঢাবি প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রূপসা থানার ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো রকম সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও ইমতিয়াজ আলী সুজন আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে ফোন দিয়ে অযাচিতভাবে ভোট প্রার্থনা করেন।
আরও পড়ুনএতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাখিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
মন্তব্য করুন