বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা (২৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
মাসুদ রানা শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
থানা পুলিশ জানায়, আজ শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যে রাতে শাজাহানপুর থানাধীন বড়পাথার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি হত্যা ও মাদক মামলায় অভিযুক্ত। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন