ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, গ্রামছাড়া হতদরিদ্র গৃহবধূ

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, গ্রামছাড়া হতদরিদ্র গৃহবধূ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে চাচা শ্বশুরের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ করে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন হতদরিদ্র এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার। ঘটনাটি ঘটেছে ধুনট ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঠপাড়া গ্রামের আকরামের স্ত্রী বিলকিস বেগম। জীবিকার তাগিদে আকরাম হোসেন পাশের গ্রামে খামারে কাজের সুবাদে সেখানেই অবস্থান করেন। তাদের তিন ছেলে ঢাকা ও বগুড়ায় অবস্থান করেন। এ অবস্থায় বিলকিস বেগম মাঠপাড়া গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন। পারিবারিক বিষয়াদি নিয়ে বিলকিস বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার চাচা শ্বশুর তফজেল আকন্দের বিরোধ চলে আসছে।

সামান্য কথা কাটাকাটির জেরে ১২ মে তফজেল হোসেন ক্ষুব্ধ হয়ে বিলকিস বেগমকে মারপিটে আহত করেন। বিলকিস বেগম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ১৩ মে থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ করার কারণে তফজেল আকন্দ ১৬ মে বিলকিস বেগমকে ফের নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

এ ঘটনায় ওই দিনই বিলকিস বেগম বাদি হয়ে তফজেল আকন্দসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। আসামিদের ভয়ে বিলকিস বেগম বাড়ি ছেড়ে পাশের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়ে তফজেল আকন্দের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

আজ শনিবার (২৪ মে) বিকেলে ধুনট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি মিমাংসা করার জন্য উভয়পক্ষেকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শন্তিপূর্ণ সমাধান করে দেয়া হবে।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার জন্য ইউপি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার