ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

নিরাপত্তা ভেঙে সালমানের বাড়িতে প্রবেশের চেষ্টা, নারীসহ গ্রেপ্তার ২

বলিউড সুপারস্টার সালমান খান

বিনোদন ডেস্কঃ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পার থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে সরকার। এর মধ্যেই সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের সময় নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম ইশা ছাবরা (৩৩), যিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। আর আটক হওয়া যুবকের নাম জিতেন্দ্র কুমার সিং (২৩)। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি নোটিশ দিয়ে ছেড়ে দিয়েছে। ইশা ছাবরাকে ২৩ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বান্দ্রা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইশা ছাবরা মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছান এবং বিল্ডিংয়ের মূল ফটক দিয়ে বেআইনিভাবে প্রবেশ করেন। সেখানে সালমানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ইশা ছাবরা দাবি করেছেন, তিনি দক্ষিণী এক চলচ্চিত্র ও কিছু টেলিভিশন শোতে কাজ করেছেন। বর্তমানে তিনি কার্টার রোডে বসবাস করেন এবং তার বাবা-মা উত্তর প্রদেশে থাকেন।

আরও পড়ুন

একই দিন সকাল পৌনে ৯টার দিকে সালমানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চালায় জিতেন্দ্র কুমার সিং। পুলিশ তাকে এলাকা থেকে সরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় তিনি আবারও গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এবার তিনি অভিনেতার এক প্রতিবেশীর গাড়ির পেছন দিয়ে লুকিয়ে প্রবেশের চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন।

জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র জানায়, সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিল তিনি, কিন্তু পুলিশ তাকে অনুমতি না দেয়ায় সে লুকিয়ে প্রবেশের চেষ্টা করে। সূত্র: ফ্রি প্রেস জার্নাল ও এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ভিজিএফের চাল পেল ৪০ হাজার ৩৬৯ পরিবার