ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

এতদিন যারা ক্ষমতায় ছিল সবাই মুদ্রার এপিঠ আর ওপিঠ : মুফতি ফয়জুল করীম

এতদিন যারা ক্ষমতায় ছিল সবাই মুদ্রার এপিঠ আর ওপিঠ : মুফতি ফয়জুল করীম। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা ক্ষমতায় ছিল সবাই মুদ্রার এপিঠ আর ওপিঠ। গত ৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল, তা বন্ধ হয়নি।

ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি, হয়েছে শুধু লোকের পরিবর্তন। শাসক গোষ্ঠী কখনো সোনার বাংলা, কখনো ডিজিটাল বাংলা গড়ার কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছে। তাদের কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাসস্ট্যান্ড মহাসড়কে ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, শেরপুর শাখার সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল, যুব আন্দোলনের সভাপতি এম আলিফ হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন শেরপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ।

মুফতি ফাহিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক আবুল বাসার, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা: ওমর ফারুক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর শাখার সভাপতি মাও: আতাহার আলী, সাধারণ সম্পাদক মাও: আতিকুর রহমান, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবু সহ যুব, শ্রমিক, ছাত্র ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে