ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

ডেনমার্কে অবসরের বয়সসীমা হবে ৭০

সংগৃহিত,ডেনমার্কে অবসরের বয়সসীমা হবে ৭০

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়সসীমা হবে ৭০ বছর। এ লক্ষ্যে দেশটি একটি আইনও পাস করেছে। আর এতে করে দেশটিতে সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হবে।

শুক্রবার (২৩ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাস করেছে, যার মাধ্যমে দেশের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ২০৪০ সালে বর্তমান ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে।

কোপেনহেগেন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন।

২০০৬ সাল থেকে ডেনমার্ক সরকার নাগরিকদের গড় আয়ু অনুসারে অবসর গ্রহণের বয়স নির্ধারণ করছে এবং প্রতি পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করা হয়ে থাকে। এই নীতিমালার আওতায় ২০৩০ সালে অবসর গ্রহণের বয়স হবে ৬৮ এবং ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৬৯ বছরে।

আরও পড়ুন


নতুন আইন অনুসারে ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদের অবসর গ্রহণের বয়স হবে ৭০ বছর।


ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসেন গত বছর বলেছিলেন, অবসর গ্রহণের বয়স ৭০ বছরে পৌঁছলে সরকার এই পদ্ধতি পুনর্বিবেচনা করতে প্রস্তুত থাকবে।

গত আগস্টে দৈনিক বার্লিংস্ককে তিনি বলেন, “আমরা আর বিশ্বাস করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব : সেনাপ্রধান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি,রক্ষা পেল না মরদেহও