ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

বগুড়ার ধুনটে যমুনা তীরে নৌকা-জাল মেরামত করে মাছ ধরার প্রস্তুতি জেলেদের

বগুড়ার ধুনটে যমুনা তীরে নৌকা-জাল মেরামত করে মাছ ধরার প্রস্তুতি জেলেদের, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এলাকার জেলেরা। পুরোনো নৌকা, ছেঁড়া জাল মেরামতে দিন কাটছে জেলেদের।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, দুইজন জেলে যমুনা নদীর পাড়ে বসে জাল মেরামত করছেন। কয়েক মাস অযত্নে-অবহেলায় পড়ে থাকা নৌকার জরা দূর করছেন। পুরোনো নৌকা সংস্কার ও নতুন নৌকা তৈরি করে তাতে আলকাতরা মাখাচ্ছেন। নতুন আলকাতরা নৌকায় মাখানোর সময় এক ঝাঁজালো গন্ধ যমুনার তীর ছড়িয়ে পড়েছে। অনেক জেলে জালের পুরোনো ছেঁড়া অংশ ফেলে নতুন সুতায় শক্তপোক্ত করে তুলছেন জাল। জালের কিনারে মোটা সুতা, পোড়ামাটির কাঠি ও চাড়া জুড়ে দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর শুস্ক মৌসুমে যমুনা নদীর পানি কমে গিয়ে খালে পরিণত হয়। ওই সময় নদী থেকে জেলেদের জালে কাঙ্খিত মাছ ধরা পড়ে না। এসময় অনেকটা বেকার জীবন কাটান তারা। তখন জেলেদের অন্য কাজ করে সংসার চালাতে হয়। এ সময়টা অনেক কষ্টে পার করতে হয়েছে জেলেদের। কয়েক দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, ফলে যমুনা নদীতে পানি বাড়ছে। এসময় জেলেরা নদীর নতুন পানিতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।  

আরও পড়ুন

জেলেরা জানান, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে নদীতে মাছ ধরার কাজে জড়িত। এখন পর্যন্ত এ পেশায় আছি। নদীতে মাছ পাওয়া না গেলে তখন আমাদের অন্য কাজ করে সংসার চালাতে হয়। মাছ ধরা শুরুর আগে ঋণ করে বিভিন্নভাবে নৌকা মেরামত ও জাল কিনে নদীতে নামি। তবে মাছ পাওয়ার বিষয়টি আল্লাহর ওপর। নদীতে নামলে অনেক সময় মাছ পাওয়া যায়, আবার অনেক সময় খালি হাতে ফিরতে হয়। তবে এখন ভরা মৌসুমে নদী থেকে মাছ ধরে ঋণের টাকা শোধ করবেন, এ আশায় বুক বেঁধে আছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি