নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি পরশ মন্ডলকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়া কাজে বাধা দেওয়ায় স্ত্রী মোছা. আন্নি খাতুনকে (২১) স্বামী পরশ মন্ডল নির্যাতন করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওঠে।
এ ঘটনায় বাগাতিপাড়া থানায় আন্নির ভাই বাদি হয়ে হত্যা মামলা করে। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে র্যাব। টানা অভিযানের অংশ হিসেবে গত সোমবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে প্রধান আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাব জানায়, প্রায় দুই বছর আগে আন্নি খাতুনের সাথে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে এবং জোরপূর্বক বিষপান করায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুনপরবর্তীতে অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আন্নি গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে তিনি মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি পরশ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে জেলহাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন