ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

স্বর্ণের দাম ফের বাড়লো, ভরি প্রায় ১ লাখ ৭০ হাজার

স্বর্ণের দাম ফের বাড়লো, ভরি প্রায় ১ লাখ ৭০ হাজার,ছবি: সংগৃহীত।

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বুধবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

এতে আরও বলা হয়েছে, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

এর আগে, গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। আর সর্বশেষ ১৮ মে দেশের বাজারে সোনার দাম বাড়ে। তাতে ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম হয়েছিল ১ লাখ ৬৭ হাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

আন্দোলন স্থগিত করলেন ইশরাক

গ্রাহক পর্যায়ে আরও কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম

রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে : মোদি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সাত মাস জোরপূর্বক কাউকে আটকে রাখা হাস্যকর : নোবেলের প্রাক্তন স্ত্রী