ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

বগুড়ায় কাঁচির আঘাতে অন্ত;সত্বা গৃহবধূ গুরুতর আহত স্বামী গ্রেফতার

বগুড়ায় কাঁচির আঘাতে অন্ত;সত্বা গৃহবধূ গুরুতর আহত স্বামী গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্বামীর কাঁচির আঘাতে ৮ মাসের অন্ত:সত্বা গৃহবধূ আনিকা রেশমি গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী সাঞ্জিদ ইসলাম সিফাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। সে শহরের বৃন্দাবন পূর্বপাড়ার মৃত নুর হাসানের ছেলে।

ওই গৃহবধূর পরিবার জানায়, বৃন্দাবন পূর্বপাড়ার মৃত নুর হাসানের ছেলে মো: সাঞ্জিদ ইসলাম সিফাতের সাথে একই এলাকার জুয়েল শেখের মেয়ে রেশমি খাতুনের বিয়ে হয়। কিন্ত বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে তার স্বামী। এই ধারাবাহিকতায় নির্যাতন অব্যাহত ছিল। গত শুক্রবার বেলা ১১ টার দিকে আনিকা রেশমির মা তাকে দেখার জন্য তার শশুর বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তার মেয়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় শয়ন ঘরে পড়ে আছে। এরপর সেখান থেকে পরিবারের লোকজন রেশমিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। তারা দেখতে পান রেশমির সারা শরীর ক্ষত বিক্ষত। কাঁচি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।  পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ গত শুক্রবার বিকেলে সাঞ্জিদ ইসলাম সিফাতকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, যৌতুকের দাবিতে ওই গৃহবধূর স্বামী তাকে কাঁচি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী  সিফাতকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন